ইং ০১/০২/২০২৪ তারিখ বেলা ১২.৩০ ঘটিকা হতে ১২.৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময় কলমাকান্দা থানাধীন বাহাদুরকান্দা সাকিনস্থ বাদী শাহ্ জাহাঙ্গীর কবির (৫৩) (কলমাকান্দা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক) এর বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে তাহার একটি YAMAHA FZ-S V3 সিসি মোটর সাইকেল চুরি হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়া কোথাও না পাইয়া থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে এজাহার দায়ের করিলে কলমাকান্দা থানার মামলা নং- ১৮, তারিখ- ১৭/০২/২০২৪ খ্রি, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। অত্র মামলার রুজুর পর ১৭/০২/২০২৪ খ্রি. তারিখ রাত ০৩.৪৫ ঘটিকার সময় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হক সাহেবের নির্দেশনায় এসআই(নিঃ)/আবদুল হাই সংগীয় ফোর্সসহ একটি চৌকস দল কলমাকান্দা থানাধীন রঘুরামপুর বাজারস্থ মোড়ে অভিযান পরিচালনা করিয়া উক্ত চোরাই মোটর সাইকেলসহ আসামী ১। মোঃ নাজরি হোসনে (২৭) পতিা- মৃত আঃ সাত্তার, সাং- লাউররে ঘর, ইউপ-ি বাধাঘাট, থানা- তাহরিপুর, জলো- সুনামগঞ্জকে আটক করতঃ উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস