Wellcome to National Portal
Main Comtent Skiped

পুলিশ জনগণের বন্ধু এবং আস্থার প্রতীক। সে আস্থা থেকে বাংলাদেশ পুলিশ সর্বদা রাষ্ট্রীয় সেবা নিশ্চিতকল্পে সাধারণ মানুষের পাশে প্রতিনিয়তো কাজ করে যাচ্ছে। কলমাকান্দা থানা পুলিশ জনগণের সেবার ব্রত নিয়ে কাজ করতে দৃঢ়  প্রতিজ্ঞ। সাধারণ নাগরিকের জীবন যাপনের সামাজিক নিরপত্তা নিশ্চিতকল্পে ভরসাস্থল হিসাবে প্রতিনিয়তই থাকতে চাই। সে কারণে প্রতিনিয়ত আপনাদের সহায়তা কামনা করছি। জনাব মোহাম্মদ লুৎফুল হক, অফিসার ইনচার্জ, কলমাকান্দা থানা, নেত্রকোণা।



ছবি
শিরোনাম
কলমাকান্দা থানা
বিস্তারিত

কলমাকান্দা থানা ১৯১৭ সালে স্থাপিত হয়। অত্র থানার ভূমি জিও নং-৮৯০৯, তারিখ-২৩/০৭/১৯১৭ খ্রি. মোতাবেক সরকারি তত্তাবধানের মাধ্যমে থানার জমি অধিগ্রহণ করা হয়েছে। যা জনগণের কাছ থেকে জনগণের জন্য কলমাকান্দা এলাকার মানুষের সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহ মহকুমার কলমাকান্দা পরগনায় হিসাবে, উল্লেখিত ভূমি ৩.৭৩ একরের কম বা বেশী হতে পারে। থানার ভূমির জরিপে খন্ড নং-৪৬,৪৭,৪৮,৪৯,৫০। ১৮৯৪ এর ৬ এর ১নং ধারা অনুযায়ী প্রস্তুত করা হয়। ঐ জমির সংক্রান্তে ময়মনসিংহ কালেক্টরেট অফিস হতে সকলকে অবহিত করা হয়। ভূমি উন্নয়ন কর ইউপি ভূমি অফিস কলমাকান্দা হতে নেয়া হচ্ছে না বলে অফিসার ইনচার্জ জানান। ভূমি ও ভবন সম্পর্কিত তথ্য রেজিষ্টার পর্যালোচনা করিয়া দেখা যায় যে, আর.এস ১৯৪২ সালে থানার নামে ছিল কিন্তু ১৯৬২ সালে আর.ও.আর এবং ১৯৮২ সালে বি.আর.এস রেকর্ড করার সময় থানার নামে নাম জারী না হওয়ায় ভূমিটি ১নং খাস খতিয়ানে রেকর্ড হইয়াছে। ভূতপূর্ব অফিসার ইনচার্জ মোঃ আঃ হাকিম শেখ উক্ত জমি থানার নামে খারিজ করার জন্য সহকারি কমিশনার ভূমি কলমাকান্দা এর নিকট আবেদন করেছিলেন। সহকারি কমিশনার ভূমি কলমাকান্দা উক্ত বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নেত্রকোণার নিকট প্রেরণ করিলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নেত্রকোণা তার কার্যালয়ের স্মারক নং-জেলা প্রশাসক/নেত্রকোণা/রাজস্ব খ/০৩/০৫-৮৪, তারিখ-৩০/০৭/২০০৫ খ্রিঃ.মূলে জানিয়েছেন যে, সর্বশেষ জরিপে (১৯৮০-১৯৮২) উক্ত  জমি ১নং খাস খতিয়ানভুক্ত। উক্ত জমি ডেপুটি কালেক্টরেট, নেত্রকোণা এর নামে রেকর্ড  হওয়ায় রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ সহকারি দায়রা জজ আদালত, কলমাকান্দা, নেত্রকোণা মোকদ্দমা নং-৯৬/০৬ দায়ের করা হয়েছিল যা ২৫/০৬/০৯খ্রিঃ খারিজ  হয়ে গেছে মর্মে জানা যায়। থানার জন্য প্রাপ্ত জমি ১নং খাস খতিয়ান হতে থানার নামে নামজারীসহ অন্যান্য কার্যক্রম গ্রহণের নিমিত্তে উক্ত মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে আপীল করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদানে পুলিশ সুপারকে অনুরোধ করা হল। কলমাকান্দা থানা ভবনের ভিতরে বয়স্ক, নারী ও শিশু প্রতিবন্ধী হেল্প ডেস্ক নির্মাণাধীন। অত্র থানা ভবনের পিছনের অংশে কমলা ও মাল্টা বাগান রহিয়াছে।

ফটো গ্যালারি